ফুলবাড়ীতে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Published on Saturday, December 29, 2018 at 5:10 am

ফুলবাড়ী অফিস: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা মিলায়তনের সভাকক্ষে গত সোমবার সকাল ১০টায় পৌরসভার আয়োজনের নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেষ্ট (নবিদেব) ও ফুলবাড়ী শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক এর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মোঃ মাসুদ রানা, মোতাহার হোসেন, ময়েজ উদ্দিন সরকার ও গোলাফ্ফর হোসেন।
Leave a Reply