ফুলবাড়ীতে মাদক সহ র্যাবের হাতে আটক ১
Published on Monday, November 5, 2018 at 4:19 pm
এইচ.আর বাপ্পি: ৫ই নভেম্বর সোমবার দিনাজপুরের র্যাব-১৩ এর অধিনায়ক মেজর সোহেল রানা জিমি গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আনা ৩৯ টি ফেন্সিডিল, প্যাথেডিন ইনজেকশন ৪৯৫ পিচ, ইয়াবা ট্যাবলেট ৪৩২ পিচ সহ রামচন্দ্রপুর গ্রামের মাদক ব্যবসায়ী অছির উদ্দিনের পুত্র মোঃ আশরাফুল আলম (৪০) কে তার নিজ বাড়ী থেকে র্যাব আটক করেন।
আটককৃত ব্যাক্তি মোঃ আশরাফুল আলম কে ফুলবাড়ী থানায় এনে তার বিরুদ্ধে র্যাব-১৩ এর জেসিও মোঃ সহিদুল ইসলাম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৫ তারিখ-০৫/১১/২০১৮ ইং। ধারা ১৯(১), টেবিল ৩(খ)/৩(ক)/৯(খ)২৫(বি)।
এ ব্যাপারে দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা জিমি জানান গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ তাকে আটক করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবীব জানান র্যাব-১৩ অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে এবং তারা বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দিয়েছে।
Leave a Reply