ফুলবাড়ীতে পাবলিক সার্ভিস দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Published on Tuesday, July 23, 2019 at 1:19 pm
ফুলবাড়ী থেকে সোহেল রানা: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পাবলিক সার্ভিস দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৩ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তর থেকে পাবলিক সার্ভিস দিবস উৎযাপন উপলক্ষে এক বিশাল র্যালী বের হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু সামসুন্নাহার ,ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ,উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান,উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল,উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহিনুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক,উপজেলা৮ সহকারি কৃষি কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার এসার উদ্দিন,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের। পাবলিক সার্ভিস দিবস পালনে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেস ক্লাব ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।
Leave a Reply