ফুলবাড়ীতে নির্বাচীত চেয়ারম্যানদের গণ-সংবর্ধনা দিল ফ্রেন্ডস গ্রুপ
Published on Tuesday, April 30, 2019 at 8:45 am

এমসি ডেস্ক: ২৯ এপ্রিল (সোমবার) রাত্রি ৯ টায় দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকায় সামাজিক সংগঠন ফ্রেন্ডস গ্রুপ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা দেয়ার পাশাপাশি এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুশফিকুর রহমান বাবুল। সংবর্ধীতরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পুরুষ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুননাহার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশীদ, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খাজানুর হায়দার লিমন, ফুলবাড়ী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, বঙ্গ মিলার্স লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কোয়াসিম সিদ্দিকী জনি, সাংবাদিক মোশারফ হোসেন, জিয়াউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হাসান।
Leave a Reply