ফুলবাড়ীতে নিরাপদ সড়ক কর্মসূচীর উদ্বুদ্ধকরণ, শিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত
Published on Tuesday, February 5, 2019 at 9:38 am

কোয়াসিম সিদ্দিকি জনি :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন ও ফুলবাড়ী পৌরসভার আয়োজনে
নিরাপদ সড়ক কর্মসূচীর উদ্বুদ্ধকরণ, শিক্ষণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা গত ৩১
জানুয়ারী সকাল ১০ টায় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথী এল.জি.ই.ডি-দিনাজপুর
এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক সরকার। ফুলবাড়ী পৌর মেয়র মূরতুর্জা সরকার
মানিক- এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
এল.জি.ই.ডি সদর দপ্তর ঢাকার নবিদেপ এর উপ-প্রকল্প পরিচালক আনোয়ার
হোসেন, নবিদেপ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-প্রকল্প পরিচালক লুৎফর রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর-পরিষদের ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী
লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী বণিক সমিতির সভাপতি নওশাদ আলম মুন্না, দৈনিক
নয়া দিগন্ত প্রতিনিধি সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী, ফুলবাড়ী এন.জি.ও ফোরামের
সভাপতি এম.এ কাইয়ুম, দৈনিক দেশমা সম্পাদক
প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি
খাজানুর হায়দার লিমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক
আবু শহিদ, ব্যবসায়ী প্রতিনিধি হারুনুর রশিদ, শিক্ষক প্রতিনিধি, সকল
কাউন্সিলর বৃন্দসহ পরিবহন মালিক, চালকসহ বিভিন্ন স্তরের সদস্যগণ। প্রধান অতিথী
তিনি তার বক্তব্যে বলেন, চালকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
দূর্ঘটনা বিষয়ে আমরা একটি জরিপ থেকে জেনেছি ৭০ ভাগ দূর্ঘটনার শিকার হন পথচারীরা।
এর পরের স্থানেই রয়েছে বাইক দূর্ঘটনা ২৫ ভাগ। অতএব আমি মনে করি, বিশেষ করে
পথচারীদের অত্যন্ত সচেতনতার সাথে চলাচল করা প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথীদ্বয়
বলেন, ঈমামরা জুম্মার দিন মুসল্লিদের মাঝে ম্যাসেজ দিতে পারেন।
শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক বিষয়ে ব্যাপকভাবে সচেতন
করতে পারেন। এক্ষেত্রে গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর সদস্যরাও ব্যাপক ভাবে কাজ করতে পারেন।
কর্মশালার উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য রেলি
শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে কর্মশালাটি পরিচালনা করেন
আনোয়ার হোসেন ও শামসুল আরেফিন। অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র মুরতুজা সরকার মানিক
তিনি তার সমাপনী বক্তব্যে বলেন অবশ্যই প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে নিরাপদ সড়ক
সংক্রান্ত বিষয়টি অর্ন্তভুক্ত করতে হবে। ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার জন্য
আমি একাই হয়ত এই কাজটি করতে পারব না! আপনারা পাশে থাকলে অবশ্যই সেটি সম্ভব।
বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এই মহতি অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক
চাই দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক হারুন-উর রশিদ।
Leave a Reply