ফুলবাড়ীতে ধান ক্ষেত থেকে যুবতীর লাশ উদ্ধার
Published on Friday, November 1, 2019 at 8:19 pm
নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পুর্ব কাঁটাবাড়ী (নয়া পাড়া) সংলগ্ন ধান ক্ষেত থেকে ১নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বাবলী ওরফে ফেলানী (২৮) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। হতভাগী যুবতী পৌর শহরের পুর্ব কাঁটাবাড়ী (নয়া পাড়া মহল্লার) মোস্তফার মেয়ে । আনিকা নামে ১২বছর বয়সী তার একটি কন্যা সন্তানও রয়েছে । হাসপাতালে তথ্য নিতে গেলে ভিকটিমের স্বামী রিক্সা চালক আশিকুলকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।
এসময় অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বলেন- প্রাথমিক ভাবে আমরা সুরতহাল রির্পোট করবো । প্রয়োজনে ময়না তদন্ত করা হবে।
Leave a Reply