ফুলবাড়ীতে ডায়নামিক গ্রুপের দিনাজপুর শাখার টিম সাপোর্ট অফিস এর শুভ উদ্বোধন
Published on Sunday, February 17, 2019 at 2:21 pm

আলহাজ্ব মো: মোত্তালেব : অপরচুনিটি মার্কেটিং (প্রাঃ) লিঃ (ও এম বাজার) ডট কম এর ফুলবাড়ী শাখার অফিস শুভ উদ্বোধনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) , অপরচুনিটি মার্কেটিং (প্রাঃ) লিঃ (ও এম বাজার) জনাব মোঃ সোহেল রানা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোসাদ্দিকুল আন্ওয়ার, ম্যানেজার অপরচুনিটি মার্কেটিং (প্রাঃ) লিঃ (ও এম বাজার)। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুল ইসলাম, জনাব মোঃ মোশারফ হোসেন, জনাব মোঃ ফিরোজ কবির, কামিন ম্যানেজার অপরচুনিটি মার্কেটিং (প্রাঃ) লিঃ (ও এম বাজার) জনাব মোঃ সারোয়ারুল আবরার। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ কারিজুল ইসলাম, ম্যানেজার অপরচুনিটি মার্কেটিং (প্রাঃ) লিঃ (ও এম বাজার)। প্রধান অতিথীর বক্তব্যে ডি.জি.এম সোহেল রানা বলেন, ডিজিটাল পে-মেন্টের মাধ্যমে ফুলবাড়ী সহ সারাদেশকে উন্নত মানের দেশে রূপান্তর করতে সকলের প্রতি আহ্বান জানায়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: মোত্তালেব, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আল-আমিন বিন আমজাদ প্রমুখ।
শুভেচ্ছান্তে-
জনাব মোঃ আবু সাঈদ, মোঃ রেজাউল করিম, মোঃ নুর-আলিম, মোঃ ফরহাদ হোসেন, এক্সিকিউটিভ ইন্ডিয়া টুরস অর্জনকারী অপরচুনিটি মার্কেটিং (প্রাঃ) লিঃ (ও এম বাজার)।
সার্বিক সহযোগীতায় আব্দুর রউফ (সোহাগ)
মো: আনোয়ারুল হক, ব্রান্ড প্রমোটর ।
Leave a Reply