ফুলবাড়ীতে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা মূলক ওর্য়াকশপ অনুষ্ঠিত
Published on Thursday, September 26, 2019 at 9:51 pm
সরকার মোহাঃ কামরুজ্জামানঃ ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে বাংলাদেশ ব্যাংক রংপুর এর নির্দেশনায় সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখার আয়োজনে সোনালী ব্যাংক দিনাজপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে ফুলবাড়ীতে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা মূলক এক ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম চৌধুরী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখার ম্যানেজার হাবিবা সুলতানা । অনুষ্ঠানে বক্তারা জাল নোট সনাক্তকরণে উপস্থিত সবাইকে বিষদ ধারণা দেন। পাশাপাশি প্রজক্টেরের মাধ্যমে এর বিভিন্ন দিক প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনঞ্জু রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, ব্যাংকের কর্মকর্তা বৃন্দ, ব্যবসায়ী, সুধিজন সহ গণমাধ্যম কর্মী বৃন্দ।
Leave a Reply