ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত -১, আহত -১ বিচারের দাবীতে ক্ষুব্ধ এলাকাবাসী
Published on Sunday, September 15, 2019 at 5:31 pm
দুলাল হোসেনঃ গত ১০ সেপ্টেম্বর দিনাজপুরের ফুলবাড়ীর কাজীহাল ইউনিয়নের দক্ষিণ ভেড়ম গ্রামে জমিসংক্রান্ত বিষয়ে জের ধরে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষ আব্দুর রহমানের হুকুমে ও নেতৃত্বে আসামী- মোঃ শফিউদ্দীনের ছেলে আবু জোবায়ের ওরফে মিস্টার (৩৬), মৃত কছির উদ্দীনের ছেলে ফেরদৌস আলী (৪২), মৃত বাছার উদ্দীনের ছেলে সাইফুল আলম ওরফে তাজা (৩৮), মোঃ রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৭), মৃতঃ কছির উদ্দীনের ছেলে ইমরান আলী (২৫), মৃতঃ কছির উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন ওরফে বুলু (২৭), মোঃ ফয়জার আলীর ছেলে মোঃ হুজাইফা (২৭), আব্দুর রহমানের ছেলে রিফাত মোল্লা (২৮), মোঃ শফিউদ্দীনের ছেলে বাবলু মোল্লা (৪০), মোঃ শফিউদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৬), মৃত সামসুদ্দীনের ছেলে জয়নাল মোল্লা (৪৩), মোঃ জয়নাল আবেদিনের ছেলে মাসুদ রানা ওরফে ছোট (২৭), মৃত বছির উদ্দীনের ছেলে আক্তারুজ্জামান ওরফে ভুট্টু (৪২), আক্তারুজ্জামান রওফে ভুট্টুর ছেলে মোঃ মামুন (২৩), মোঃ তোফাজ্জলের ছেলে মোরসালিন (২২), মৃত কছির উদ্দীনের ছেলে মোঃ ফয়জার রহমান (৫২), মৃতঃ আব্দুল করিম মোল্লার ছেলে আব্দুর রহমান (৫৫), মোঃ আলাউদ্দীনের ছেলে মোঃ সুজন (২৪) এবং মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৩৭) সহ আরো অজ্ঞাত নামা ১০/১২ জন লাঠি, লোহার রড, দা, হাসুয়া, প্রভৃতি অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মান্নানের উপর হামলা চালায়। ঘটনাস্থলে তার স্ত্রী ছুটে আসলে তার উপরও হামলা চালিয়ে তার হাত-পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নানের মৃত্যু হয় এবং তার স্ত্রী এখনও সেখানে চিকিৎসাধীন আছেন । নিহত আব্দুল মান্নানের পুত্র আপেল মাহমুদ বাদী হয়ে উক্ত আসামীগণের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। ঘটনার বর্ণনায় জানা যায়, আসামী আব্দুর রহমান এর হুকুমে ও নেতৃত্বে সকল আসামী আসামীগণ পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠি, লোহার রড, দা, হাসুয়া প্রভৃতি অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মান্নানের বসতবাড়ী দখলের উদ্দেশ্যে বাড়ীতে প্রবেশ করে বাড়ীঘর ঘেরাও করে ভাংচুর করলে বাড়ীতে থাকা মৃত আব্দুল মান্নানের ভাই আব্দুল ওয়াহাব ও আঃ রশিদ বাঁধা দিলে আসামী ফেরদৌস তাদের মারধর করেন। তারা প্রাণের ভয়ে দৌড় দিয়ে পালিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আসামীগণ সেখান থেকে ফিরে আব্দুল মান্নানের বাড়ীর উত্তর থেকে ২০০ গজ দূরে বেগুনের ক্ষেতে তাকে পেয়ে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে একযোগে এলোপাথারী আঘাত করে। ঘটনাস্থলে আব্দুল মান্নান জ্ঞান হারিয়ে পড়ে গেলে তার স্ত্রী সেখানে ছুটে গেলে আসামীগণ তার স্ত্রীর ওপরও হামলা করে গুরুতর আহত করেন। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ-মিছিল করে প্রশাসনের নিকট সঠিক বিচারের দাবী জানান। এখন পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনা সম্পর্কে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply