ফুলবাড়ীতে গ্রীষ্মকালীন খেলাধুলার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Published on Monday, September 9, 2019 at 6:28 pm
মোশারফ হোসেনঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। খেলায় বালক ফুটবলে দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বালিকা ফুটবলে রামেশ^রপুর উচ্চ বিদ্যালয়, বালক হ্যান্ডবলে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা হ্যান্ডবলে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালক কাবাডিতে পানিকাটা দাখিল মাদ্রাসা এবং বালিকা কাবাডিতে সিদ্দিশী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম, পুখুরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেন, ক্রীড়া শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ও মোঃ হারুন-উর-রশীদ প্রমুখ। এসময় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply