ফুলবাড়ীতে আদিবাসী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
Published on Monday, November 18, 2019 at 7:47 pm
মোশারফ হোসেনঃ দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সকাল ৮টায় রাঙ্গামাটি আদিবাসী গ্রামের রাঙ্গামাটি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সিঁড়ি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দুলালী টুডু (১৩) নামে এক আদিবাসী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, আদিবাসী কিশোরী দুলালী টুডু ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি আদিবাসী গ্রামের সুবল টুডুর মেয়ে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রাঙ্গামাটি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে আদিবাসী কিশোরী দুলালী টুডুর লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
Leave a Reply