ফুলবাড়ীতে এস আই সেলিম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন
Published on Thursday, August 29, 2019 at 6:58 pm
এমসি ডেস্ক: আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর ঈদগাহ মাঠে-থানাপাড়া নিবাসী আবুল কালাম আজাদে'র একমাত্র পুত্র এস আই সেলিম জাহাঙ্গীর অনু’র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উক্ত জানাজায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম সহ ফুলবাড়ীর সকল স্তরের সুধিজন,আত্মিয়-স্বজন ও শুভকাংখিরা অংশ নেয়। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী পৌর-মেয়র মর্তুজা সরকার মানিক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর নওশের ওয়ান, অবঃ প্রধান শিক্ষক আহির উদ্দিন মন্ডল,মাইনিং সিটি’র প্রকাশক,জাগো রংপুরের নির্বাহী সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, ফোকাস অব দ্যা ওয়ার্ল্ডের প্রকাশক আলহাজ্ব মোঃ মোত্তালেব, মাইনিং সিটি’র সম্পাদক সরকার মোহাম্মদ কামরুজ্জামান, মাইনিং সিটি’র নির্বাহী সম্পাদক সোহেল চৌধুরী, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও মাইনিং সিটি’র ব্যবস্থাপনা পরিচালক কোয়াসিম সিদ্দিকী জনি, মাইনিং সিটি’র সহ-সম্পাদক তাজুল ইসলাম ও মাইনিং সিটি’র কার্য নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক সামসুদ্দীন সরকার মানিক ।
Leave a Reply