ফুলবাড়ীতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে মাইনিং সিটি’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
Published on Monday, December 24, 2018 at 6:20 am

নিজস্ব প্রতিবেদক : চাল ও লিচুর জেলা দিনাজপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম এর তৃতীয় বর্ষে পদার্পণ করায় ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব চত্ত্বরে মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম প্রকাশক খাজানুর হায়দার লিমনের সভাপতিত্ত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের সচিব আমিনুল হক সরকার, মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম এর প্রধান উপদেষ্টা মুশফিকুর রহমান বাবুল, সিনিয়র সাংবাদিক, ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ: সাধারণ সম্পাদক ও মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম এর উপদেষ্টা সম্পাদক কৈলাশ প্রসাদ গুপ্ত, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মো: সুলতান মাহমুদ । এসময় আরো উপস্থিত ছিলেন পোর্টালটির ব্যবস্থাপনা সম্পাদক কোয়াসিম সিদ্দিকি জনি, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পিসি দাস, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক বীরেন্দ্রনাথ শর্মা কৈলাশ, পৌর কাউন্সিলর আ: জব্বার মাসুদ ও মজিদ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মানিক মন্ডল, সমতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক রাসেল পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমিত শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মিটুন চৌধুরী, মেহেদী হাসান, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব এর অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (বাপ্পি), মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম ও চ্যানেল এস এর পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম ও এসএন টিভির বিরামপুর প্রতিনিধি সামিউল আলম, সাংবাদিক ইকবাল হাসান ও আলামিন বিন আমজাদ । পবিত্র কুরআন তেলায়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম তৃতীয় বর্ষে পদার্পণ করায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় । এই বিশেষ দিনে ফুলবাড়ীর ২জন গুনিজন সাংবাদিক কে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় । গুনিজন সাংবাদিকরা হলেন মরহুম আতাউল্লাহ আনসারী আতা (মরনোত্তর) ও কৈলাশ প্রসাদ গুপ্ত । মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম এর শ্রেষ্ঠ ৩ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । এরা হলেন-ফুলবাড়ী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন, পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও বিরামপুর প্রতিনিধি সামিউল আলম । এছাড়াও অনুষ্ঠানের সম্মানিত অতিথি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের জন্যেও সম্মাননা ক্রেস্ট এর আয়োজন রাখা হয় । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাইনিং সিটি টুয়েন্টি ফোর ডট কম এর বার্তা প্রধান মোশারফ হোসেন ।
Leave a Reply