ফুলবাড়িতে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
Published on Sunday, February 24, 2019 at 2:12 pm

মোশারফ হোসেন: দিনাজপুরের ফুলবাড়িতে ২৪ ফেব্রুয়ারী রবিবার আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু । নিহতের নাম সামছুন নাহার (২০)। নিহত সামছুন নাহার নারায়নগঞ্জ জেলার পারভেজের স্ত্রী।ফুলবাড়ি উপজেলার আমড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। উপজেলার পুকুরহাট মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছুন নাহারের স্বামী পারভেজ বলেন, সামছুন নাহার দুই সন্তানের জননী। রবিবার সন্তানের শারিরীক অসুস্থতার কারণে উপজেলার আটপুকুরহাট নামক স্থানে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখানো শেষে শ্বশুরবাড়ী ফেরার পথে পুকুরহাট মোড় নামকস্থানে অচমকা ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন। উক্ত দূর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ীর সচেতন মহল ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন এবং নিহতের পরিবারকে ফুলবাড়ী অন লাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছেন।
Leave a Reply