ফুলবাড়ীতে ৫২টি কেন্দ্র্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম
Published on Monday, March 18, 2019 at 7:44 am

কোয়াসিম সিদ্দিকী জনি: দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে দিনাজপুর সদর, পার্বতীপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৯টি চেয়ারম্যানসহ অন্যান্য পদগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সদর উপজেলার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরণ করায় এই উপজেলায় আগামী ৩০ মার্চ নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছে।
৯টি উপজেলার চেয়ারম্যান পদে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বীরগঞ্জ উপজেলায় ৪ জন প্রতিদ্বন্দ্বিতা
করছেন। বিরল উপজেলায়
প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে
২ জন, ফুলবাড়ীতে ৩,
কাহারোলে
৪, বিরামপুরে ৩, নবাবগঞ্জে ৪ ও খানসামায় ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনাজপুরের
পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, জেলার
১৩টি উপজেলা পরিষদের ৭৯১টি ভোট কেন্দ্রের
মধ্যে ৬৮০টি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর
১১১টি কেন্দ্রকে সাধারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে দিনাজপুরের ফুলবাড়ীসহ ১৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ৭১৯ জন ও নারী ভোটার ৬৬ হাজার ৭৬৪ জন। এই উপজেলায় ১ পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট কেন্দ্র রয়েছে ৫২টি।
উপজেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলায়
ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক কম। তবে এপর্যন্ত কোথাও
কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বলা যায়,
ভোট শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply