ফুলবাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত নবজীবন হারবাল সীলগালা
Published on Thursday, March 16, 2017 at 9:18 pm
এমসি নিউজ: ফুলবাড়িতে অনুমোদন বিহীন নবজীবন হারবালের মালিকের নগদ অর্থ জরিমানা সহ প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয়েছে। শহরের প্রান কেন্দ্র পৌরসভা অফিসের সামনে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল ভূঁইফোঁড় এই প্রতিষ্ঠানটির মালিক মোঃ আখতারুজ্জামান। নিম্নমানের, নাম সর্বস্ব ও অখ্যাত ঔষধ দিয়ে চিকিত্সা করে আসলেও ডাক্তার নামধারী কোটপ্যান্ট পরা ভদ্রলোকটি দেখাতে পারেননি কোন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। বিশাল রংচঙে লাগানো সাইনবোর্ড ও চটকদার বিজ্ঞাপন দিয়ে কীভাবে এতদিন থেকে পৌরসভার মতো নাগরিকদের দেখভাল করার অফিসের সামনে প্রতারণা করে আসছিল তা ভাবিয়ে তুলেছে সচেতন মানুষদের। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ির কিছু সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এহতেশাম রেজা ফুলবাড়ি থানা কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করেন। ভূয়া এই ডাক্তার নোয়াখালি জেলার বাসিন্দা। এছাড়া উক্ত অভিযানের অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানকে জরিমানা করা হয়।
Leave a Reply