ফারাক্কার সবকটি গেট খুলে দিল ভারত
Published on Monday, September 30, 2019 at 7:04 pm
এমসি ডেস্ক: ্ফারাক্কার সবকটি বাঁধের লকগেট এক সঙ্গে খুলে দিয়েছে ভারত। ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে অতিরিক্ত বৃষ্টির কারণে ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ অনলাইন।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেট এক সঙ্গে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে ইতোমধ্যেই গঙ্গার সঙ্গে ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে পানি বেড়েছে। গঙ্গা ও ফুলহর নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।
এদিকে, ভারতের বিহার ও উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বন্যার কারণে এখন পর্যন্ত ১৩৪ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
Leave a Reply