প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন- এমপি মনোরঞ্জন শীল গোপাল
Published on Tuesday, December 1, 2020 at 9:44 pm
মোঃ আবেদ আলীঃ জাতীয় সংসদ সদস্য এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর হরে কৃষ্ণ নামহট্ট ইসকন মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর আওতায় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর হরে কৃষ্ণ নামহট্ট ইসকন মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী, মহাদেবপুর শ্রী কৃষ্ণ চৈতন্য সংসঙ্গ সংঘ রাধা গোবিন্দ মন্দিরে প্রতিষ্ঠা বার্ষিকী ও রাস পূর্নিমা উপলক্ষে মহোৎসব আলোচনা সভায় এসব কথা বলেন।
৩০ নভেম্বর রাতে পুরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ নুর ইসলাম, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবেদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রতন কুমার ঘোষ পিজুষ, প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক সিদ্দিক হোসেন ও অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে রসুলপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির বাস্তবায়নে নারীদের হাঁস-মুরগীর খামার সংক্রান্ত প্রশিক্ষণ এর উদ্বোধন করেন এবং কাহারোল উপজেলা পরিষদ হলরুমে থিংক গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজমের হাতে প্রদান করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
Leave a Reply