প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষায় কাজ করচ্ছেন-মনোরঞ্জন শীল গোপাল এমপি
Published on Friday, July 24, 2020 at 11:14 pm
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষায় কাজ করচ্ছেন। কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পুরোহীতদের মাঝে প্রোনদনা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি শ্রী রাজেন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন । এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি শ্রী সুনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার রায়, উপজেলা সভাপতি শ্রী মোহন চন্দ্র রায় ও অন্যরা । একই দিনে অন্য অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলায় উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপজেলার পুরোহিতদের মাঝে প্রোনদনা প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা উপস্থিত ছিলেন ।
Leave a Reply