প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেবেন আজ
Published on Friday, September 27, 2019 at 1:05 pm
এমসি ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে আজ শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরের পর (বাংলাদেশ সময় মধ্যরাত) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবারের মত এবারো বাংলায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন।
এছাড়া শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।
’তিনি বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
Leave a Reply