পোলাওয়ের চাল সিদ্ধ না হওয়ায় ভেঙে গেল বিয়ে
Published on Sunday, September 8, 2019 at 7:10 pm
এমসি ডেস্কঃ মুন্সিগঞ্জে পোলাওয়ের চাল সিদ্ধ না হওয়ার কারণে দুই পক্ষের সংঘর্ষে বিয়ে ভেঙে গেছে। গত শুক্রবার গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন উপজেলার গুয়াগাছিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াছিন মিয়ার সঙ্গে পাশের বাউশিয়া ইউপির পোড়াচক বাউশিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। যথারীতি দুপুরে শতাধিক বরযাত্রী কনের বাড়িতে উপস্থিত হয়।
তবে খাবার খাওয়ার সময় পোলাওয়ের চাল ঠিকমতো সিদ্ধ হয়নি বলে বরপক্ষ অভিযোগ করে। পরে বরপক্ষ ও কনেপক্ষ এ নিয়ে তর্কে জড়ান। এ সময় বরপক্ষের কয়েকজন কনের বাড়ির লোকজনের ওপর হামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে এ ঘটনার জেরে বিয়ে পণ্ড হয়ে যায়। গ্রাম্য সালিশে বরকে জরিমানাও করা হয়। ক্ষুব্ধ কনের বাবা জানান, এমন অসভ্য ঘরে তার মেয়েকে বিয়ে দেবেন না।
গজারিয়া থানার এসআই রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কনেপক্ষ বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করেছে।
Leave a Reply