পীরগঞ্জে সহকারী শিক্ষকের সাময়িক বরখাস্ত নিয়ে বিদ্যালয়ে লঙ্কা কান্ড
Published on Tuesday, August 20, 2019 at 7:56 pm
এমসি ডেস্কঃ রংপুরের পীরগঞ্জে সহকারী শিক্ষকের সাময়িক বহিস্কার প্রত্যাহার না করায় সভাপতিকে লাঞ্চিত ও আসবাবপত্র ভাংচুর করছেন সহকারী শিক্ষক। জানা গেছে পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল আদর্শ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( গনিত ) রাসেল বিএসসি দুই মাস আগে ওই বিদ্যালয়ের একছাত্রী কে যৌন হয়রানী করায় উক্ত শিক্ষক কে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচলনা পর্ষদ। গত ১৫ আগষ্ঠ মৌখিক বহিস্কারাদেশ শেষ হওয়ায় শিক্ষক রাছেল মঙ্গলবার স্কুলের হাজিরা খাতায় দস্তখত করতে গেলে এই হট্টগোলের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায় রাছেল স্যার স্কুলে আসলে অফিস কক্ষে স্যাররা প্রথমে উচ্চস্বরে কথাকাটাকাটি হলে। প্রধান শিক্ষকের নির্দেশে সহকারী শিক্ষক রাছেল স্যার পিয়ন অফিস কক্ষ থেকে বের করতে ধরলে স্যার ফোন দেয় কোথায় তা আমরা জানিনা এরপর ৫-৬ টি মোটরসাইকেল স্কুলে এ লাঠিসোটা নিয়ে আসে। বহিরাগত প্রায় ১৫/২০ জন লোক প্রধান শিক্ষক আঃ হামিদ ও সভাপতি নুরুল ইসলামের ওপর হামলা করে মারধরসহ বিদ্যালয়ের আসবাব পত্র ভাংচুর করে বলে অভিযোগ করেন বলে প্রধান শিক্ষক আঃ হামিদ জানান। এব্যাপারে সহকারী শিক্ষক রাসেল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- আমি কোন লিখিত চিঠি পাইনি যে আমাকে বরখাস্ত করা হয়েছে।প্রধান শিক্ষক মৌখিক ভাবে সর্তক করেছিলেন। আজ আমি হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে পিয়ন হাজিরা খাতায় স্বাক্ষর করতে নিষেধ করে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় বিদ্যালয়ে কোন হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি। আমাকে ফাঁসানোর চেষ্ট করছে একটি কুচক্রী মহল বলে তিনি দাবী করেন।
Leave a Reply