পার্বতীপুরে ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু
Published on Saturday, June 29, 2019 at 10:34 am
তাজুল ইসলাম: দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) বছর বয়সের এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার বেলা ১১ টায় রেলওয়ে ষ্টেশনের ৩শ গজ দুরে ২০নং রেল কালভার্টের সন্নিকটে রসুলপুর রেলক্রসিং এর নিকট, চিলাহাটি থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি ট্রেনের নিচে কাটাপড়ে এ ঘটনা ঘটে।
বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুলতান মাহমুদ বলেন, দূঘর্টনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে স্থানীয় বাসীন্দা ও প্রত্যক্ষ দর্শিদের সাথে কথা বলেছেন, কিন্তু কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
মৃতদেহটি পার্বতীপুর রেলওয়ে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
Leave a Reply