পার্বতীপুরের পল্লীতে কীটনাশক প্রয়োগে বোরোক্ষেত নস্টো করেছে প্রতিপক্ষরা
Published on Sunday, April 5, 2020 at 4:47 pm
পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউপির চৌপতির পূর্ব ঢাকুলা গ্রামের মোস্তফা কুদরত - ই খুদা'র ছেলে কৃষক রাবিউল ইসলাম রুবেল এক লিখিত অভিযোগে জানান,পূর্ব শত্রুতার জেরে আমাদের প্রতিপক্ষ আঃ মোতালেব গংরা গত ১ এপ্রিল মধ্যে রাতে এশিয়ান জিরা ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করলে আমার ৪৫ শতকের বোরো ক্ষেত সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতি গ্রস্ত কৃষক রুবেল জানায়,এই ঘটনায় তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়।তিনি ন্যায্য বিচারের জন্য অত্র ইউপির চেয়ারম্যান বরাবর লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় অত্র ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছের সাথে।
তিনি জানালেন, আমি কথা বলেছি ঐ অঞ্চলের ব্লক সুপার ভাইজারের সাথে। তিনি সরেজমিনে তদন্ত করে যে প্রতিবেদন দিবেন সেই আলোকেই ব্যবস্থা নেয়া হবে। অনুরুপ ভাবে গত ৩ এপ্রিল বিকেলে মুঠোফোনে কথা হয় ব্লক সুপার ভাইজার দিপক রায়ের সাথে। তিনি জানালেন,আমি আগামী ৪ এপ্রিল সরেজমিনে যাব।এরপর আমি আপনাকে সেখানকার বিস্তারিত জানাতে পারবো।
Leave a Reply