‘পবিত্র তেলে’ হাঁটতে গিয়ে ২০ জনের মৃত্যু
Published on Sunday, February 2, 2020 at 7:05 pm
এমসি ডেস্কঃ আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ তাঞ্জানিয়ায় গণপ্রার্থনা চলাকালে পদদলিত হয়ে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। শনিবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় মোশি জেলার মোশি শহরের একটি স্টেডিয়ামে গীর্জায় এই মর্মন্তিক ঘটনাটি ঘটে।
রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ওই দিন সন্ধ্যায় কিলিমানজারো পর্বতের পাদদেশে অবস্থিত শহরটিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়। স্টেডিয়ামে আয়োজিত ওই সভায় শত শত মানুষ যোগ দেয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত লোকজন ‘পবিত্র তেলে’ অভিষিক্ত হতে হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হয়ে অন্তত ২০ জন মারা যান।
এ বিষয়ে মোশির জেলা প্রশাসক কিপ্পি ওয়ারিওবা টেলিফোনে বার্তা সংস্থাটিকে বলেন, গীর্জার যাজক বোনিফেইস মোয়াম্পোসা প্রার্থনাকারীদের তার বর্ণিত 'পবিত্র তেলের ওপর দিয়ে হাঁটলে উন্নতি ও রোগমুক্তি হবে বলে প্রতিশ্রুতি দিলে উপস্থিত লোকজন সেই তেলে অভিষিক্ত হতে হুড়োহুড়ি শুরু করেন। এ সময় পদদলিত হয়ে পাঁচ শিশুসহ অন্তত ২০ জন নিহত হন।
কর্তৃপক্ষ আশঙ্ক করছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
Leave a Reply