নীলফামারী জলঢাকায় রিপোর্টার্স ইউনিট্ আহবায়ক কমিটি গঠন
Published on Friday, May 22, 2020 at 8:25 pm
মোঃ শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ রিপোর্টার্স ইউনিটি জলঢাকা উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে দি ডেইলি নিউনেশন পত্রিকার জলঢাকা প্রতিনিধি শাহজাহান কবির লেলিন্#৩৯;র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে নতুন করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কিমিটিতে দি ডেইলি নিউনেশন এর জলঢাকা প্রতিনিধি শাহজাহান কবির লেলিনকে আহবায়ক ও দৈনিক তৃতীয় মাত্রার জলঢাকা প্রতিনিধি আজম বাদশা সাবুকে সদস্য সচিব এবং দৈনিক গণমুক্তি জলঢাকা প্রতিনিধি রবিউল ইসলাম রাজ কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন, দৈনিক আজকের বসুন্ধর্#া৩৯;র গোলাম রব্বানী ডলার, ন্যায়ের ভাষ্#া৩৯;র আব্দুল মালেক, দৈনিক জলকথ্#া৩৯;র মইনুদ্দিন শিরিন, দৈনিক নগরিক ভাবন্#া৩৯;র হারুন অর রশিদ। সদস্যরা হলেন, দৈনিক চাঁদনী বার্জা#৩৯;র আল ইকরাম বিপ্লব, দৈনিক অর্থনীত্#ি৩৯;র শাহিন আলম, দৈনিক খবরপত্র্#৩৯;র রিয়াদুল ইসলাম, বিজয়ের আল্#ো৩৯;র মেহেদী হাসান, গ্রাম বাংলার রাজা হোসেন ও আখতার হোসেন প্রমুখ। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত ও দৈনিক মনব জমিন প্রতিনিধি ছানোয়ার হোসেন বাদশা। আগামী ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply