নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস
Published on Friday, December 20, 2019 at 4:48 pm
এমসি ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় বইছে এখন মৃদু শৈত্য প্রবাহ। জেলার সৈয়দপুর আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেন। বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো জেলা। প্রবাহিত হচ্ছে অনবরত ঠান্ডা বাতাস। সকাল গড়িয়ে দুপুর হলেও মিলছেনা সূর্যের দেখা। আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, গতকাল জেলার তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রী সেলসিয়াস।
গতকাল থেকে জেলার তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। ফলে রাতে ও আজ সকালে তীব্র শীত অনুভূত হয়। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম জানান, গতকাল সকাল ১০ টা পর্যন্ত নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
শীতের তীব্রতায়, বিশেষ করে জেলার ডিমলা উপজেলার চরলাঞ্চের মানুষজন আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছে। তিস্তা বেষ্টিত ওই সব এলাকার শীতার্থ মানুষ শীত বস্ত্র বিতরনের অনুরোধ জানিয়েছে।
জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এসএ হায়াত জানান, জেলায় এ যাবত ৩৭ হাজার কম্বল বিতরন করা হয়েছে। এছাড়াও আরো কম্বলের চাহিদা দেওয়া হয়েছে।
Leave a Reply