নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে লরি, তিন সিভিক পুলিশ সহ মৃত ৫
Published on Monday, September 2, 2019 at 1:15 pm
এমসি ডেস্কঃ নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে হুড়মুড় করে ঢুকলো মাল বোঝাই লরি। ঘটনায় মৃত্যু হল তিন সিভিল ভলান্টিয়ার থেকে পাঁচজনের। জখম হয়েছেন আরো তিনজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। গাড়িটি দিনাজপুরের দিক থেকে মালদা যাচ্ছিল বলে খবর।
সূত্রের খবর, আজ ভোররাত নাগাদ পুনর্ভবা ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় লরিটি। কিছু বোঝার আগেই চায়ের দোকানে থাকা মানুষদের ধাক্কা দিয়ে নয়নজলিতে উল্টে যায় গাড়িটি। চাপা পড়ে মৃত্যু হয় পাঁচজনের । মৃতদের নাম তোফাজ্জস মিঞা(২৭), অয়ন দাস(২৩), প্রকাশ বর্মণ(৩১), নিমাই রায়(৫৪) ও বিনয় হালদার(৪৫)। জখমদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
Leave a Reply