নিজেদের রেশন থেকে দূর্গম এলাকার হতদরিদ্রদের ত্রাণসামগ্রী দিলেন সেনাবাহিনী
Published on Sunday, May 3, 2020 at 10:04 pm
এমসি ডেস্ক : সারা দেশে করোনা ভাইরাসের প্রভাবে লংগদু উপজেলার বিভিন্ন দূর্গম এলাকায় কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা (ত্রাণসামগ্রী) দিলেন রাঙামাটির লংগদু জোনের সেনাবাহিনী।
রবিবার(৩ মে), লংগদু সেনা জোনের(২১বীর) সদস্যরা উপজেলার আটারকছড়া, মাইনীমুখ ও লংগদু ইউনিয়নের পাহাড়ী ও বাঙালী এলাকায় ৪৫০টি কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা (ত্রাণ সামগ্রী) বিতরণ করেছেন।
জোন সূত্র জানায়, জোনের সেনা সদস্যরা নিজেদের জন্য বরাদ্ধকৃত রেশন থেকে খাবারের রেশন বাচিয়ে বর্তমান পরিস্থিতে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পাড়ার মধ্যে বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাউল, ২কেজি আটা, ২কেজি ডাল, ২লিটার তেল, ৫কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ২টি সাবান।
লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর একে এম মাহামুদুল হাসান পিএসসি, মেজর মাহামুদুল হাসান এসবিপি, ক্যাপ্টেন রেজোয়ানুল ইসলাম সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
অধিনায়ক লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী বলেন, দেশের বর্তমান করোনা প্রভাব পরিস্থিতিতে লংগদু উপজেলার দূর্গম পাহাড়ীদের এলাকায় জোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান সড়কগুলোতে চলাচলে শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা এবং সর্বোপরি স্থানীয় প্রশাসনের সাথে একযোগে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
Leave a Reply