না ফেরার পথে বুলবুলি রানী
Published on Tuesday, September 10, 2019 at 9:11 pm

এম আর মামুনঃ গত সোমবার দুপুর আড়াইটায় রংপুর মেডিকেল কলেজ ও হাসাপাতালে মৃত্যুর সাথে টানা ২৪ঘন্টা পাঞ্জা লড়ে হেরে যায় কলেজ শিক্ষার্থী বুলবুলি রানী (১৬)। বুলবুলি রানী ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের রাজ কুমারের মেয়ে ও শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রী। গত রবিবার কলেজ শেষে অটোরিকশায় বাসায় ফেরার পথে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ সড়কের ফকিরপাড়া নামক স্থানে (সাবেক গণশিক্ষা মন্ত্রীর খামার বাড়ী সংলগ্ন) বিপরীতমুখ থেকে আসা রাজদূত (গাজীপুর-জ-০৪-০০২২) বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে বুলবুলিসহ ৫জন গুরুত্বর আহত হন। বুলবুলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। তার মৃত্যুতে শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগ ও সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী গভীরভাবে শোকাহত। ঘাতক বাসটির চালকসহ রাস্তা সংস্কার ও বাইপাস সড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি। জানা যায় ঘাতক বাসটির কথিত চালক একজন সুপারভাইজার প্রকৃত চালক কাওছারের লাইসেন্সের পরীক্ষা দিতে যাওয়ায় বাস চালাচ্ছিলেন সুপারভাইজার শান্ত। বুলবুলি হত্যাকারি ঘাতক বাস চালকের শাস্তি, সড়ক সংস্কারসহ বাইপাস সড়ক নির্মাণের দাবীতে আগামী বুধবার বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। শহীদ স্মৃতি আদর্শ কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কাম্য।
Leave a Reply