নবাবগঞ্জে সীডস প্রকল্পের সমাপনী বিষয়ক মতবিনিময় সভা
Published on Monday, December 30, 2019 at 4:23 pm
নবাবগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে আরডিআরএস বাংলাদেশ সংস্থার সীডস প্রকল্পের সমাপনী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আরডিআরএস উপজেলা শাখার আয়োজনে উপজেলা শাখার ম্যানেজার (সীডস প্রকল্প)’র মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মল্লিকা সেহানুবেশ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ নাসিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে ক্ষু-দ্র নৃগোষ্টির শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Leave a Reply