নবাবগঞ্জে ব্যবসায়ীদের বিনোদনধর্মী ও শারীরিক সুস্থ্যতার জন্য ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Published on Friday, November 22, 2019 at 5:56 pm
ডি কে মহন্ত (নবাবগঞ্জ) দিনাজপুর:
পায়ে বল, মাথায় বল- হাতে লাগলে হ্যান্ডবল..... এরই নাম ফুটবল! পেশাদার খেলোয়াড় কেউ নয়। সকলে ব্যবসায়ী। তবুও জার্সি গায়ে, পায়ে বুট পরে পেশাদার খেলোয়াড়দের মত বিপুল উৎসাহ নিয়ে সূর্যাদয়ের সাথে সাথে মাঠে নামেন খেলোয়াড়রা। ব্যবসায়ীদের নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে এমন ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে নবাবগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতি। আয়োজকরা জানান- ব্যবসায়ীদের বিনোদন ও শারীরিক সুস্থ্যতার জন্য এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ব্যবসায়ীদের ক্যাটাগরি অনুযায়ী ১৬টি দল অংশ নিবে এ টুর্নামেন্টে।
২২ নভেম্বর শুক্রবার সকাল ৭টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মোঃ জিয়াউর রহমান মানিক, মোঃ সানোয়ার হোসেন প্রমুখ এ খেলার উদ্বোধন করেন।
ব্যক্তিক্রমী এ খেলা উপভোগ করতে বিপুল উৎসাহ নিয়ে মাঠে আসেন শত শত দর্শক।
উদ্বোধনী খেলায় কাঠফার্নিচার ব্যবসায়ী দল ২-১ গোলে মুদি ব্যবসায়ী দলকে পরাজিত করে।
Leave a Reply