নবাবগঞ্জে প্রেসক্লাবের কমিটি গঠন
Published on Friday, November 15, 2019 at 11:42 am
ডি কে মহন্ত, নবাবগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জে প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাংবাদিক মোঃ ছানাউল্লাহ’র সভাপতিত্বে এ কমিটি গঠন হয়। এ কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়।
মোঃ ছানাউল্লাহ (নিউজ টুডে) সভাপতি, ও মোঃ হাসিম উদ্দিন (এশিয়ান টিভি) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ সভাপতি মোঃ জুলহাজুল কবীর (ডেইলি ইন্ডাষ্ট্রি), মোঃ সুলতান মাহমুদ (৭১ টিভি), যুগ্ন সম্পাদক বিপ্লব কুমার সাহা (দৈনিক মুক্তখবর), দিপক কুমার মহন্ত (প্রভাসী টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী (ভোরের কাগজ), প্রকাশনা, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আজিনুর রহমান রাজু (চ্যানেল এস), কার্যকরী সদস্য মোঃ রেজাউল করিম স্বাধীন(দৈনিক দিনকাল), মোঃ ইয়ামিন সরকার(নতুন সময় টিভি), অলিউর রহমান মেরাজ(ভোরের দর্পন), মোঃ আঃ মান্নান(দৈনিক জনতা), মোঃ জিল্লুর রহমান(দেশেরপত্র) নির্বাচিত হন।
Leave a Reply