নবাবগঞ্জে অভ্যন্তরিণ আমন ধান সংগহের উদ্বোধন
Published on Thursday, November 21, 2019 at 1:19 pm
ডি কে মহন্ত (নবাবগঞ্জ) দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি ভাবে অভ্যন্তরিন আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হালিমুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, মোঃ আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ জানান- উপজেলায় এ বছর লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে ২৩শ ৮৯ মেঃ টন ধান সরকারি ভাবে সংগ্রহ করা হবে। প্রতি কৃষক ১ টন ধান দিতে পারবে।
Leave a Reply