নবাবগঞ্জের বেলঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন
Published on Monday, April 22, 2019 at 8:27 am

ডি কে মহন্ত : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের বেলঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভসূচনা ফলক উন্মোচন করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে ২২ এপ্রিল সোমবার সকাল ১০ টায় বেলঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আনুষ্ঠানিক সূচনা ফলক উন্মোচন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা'র পক্ষে- জাতীয় সংসদ সদস্য ১১ মোঃ শিবলী সাদিক, দিনাজপুর-৬।
বেলঘাট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক শিক্ষক গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় ফলক উন্মোচন অনুষ্ঠানের আলোচনাসভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভবানী চন্দ্র প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি মোঃ শিবলী সাদিক এমপি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদুল হক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইনুল হক চৌধুরী, সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ, ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান সায়েম সবুজ সাংগঠনিক সম্পাদক নবাবগঞ্জ আওয়ামীলীগ উপজেলা শাখা ও অত্রএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply