ধর্ষণ ঠেকাতে ইনজেকশনে যৌনশক্তি হ্রাসের প্রস্তাব সংসদে
Published on Wednesday, February 5, 2020 at 11:52 am

এমপি নুরুল ইসলাম তালুকদার -ফাইল ছবি
এমসি ডেস্কঃ এবার ধর্ষণ ঠেকাতে ইনজেকশনের মাধ্যমে ধর্ষণকারীর যৌন শক্তি হ্রাসের প্রস্তাব সংসদে দিয়েছেন জাতীয় পার্টির এমপি নুরুল ইসলাম তালুকদার।
বগুড়া থেকে নির্বাচিত এই সংসদ সদস্য গতকাল মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বলেন, ‘প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। ধর্ষকদের শাস্তির জন্য ইনজেকশন পদ্ধতি চালু করা দরকার।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা পদ্ধতি চালু করেছেন, ধর্ষক ধরা পড়লে তার শরীরে ইনজেকশন দিয়ে যৌন ক্ষমতা হ্রাস করে দেওয়া হয়। এখানেও ইনজেকশন দিয়ে যৌনশক্তি হ্রাস করে দিতে হবে। তাহলে আর ধর্ষণের মতো ঘটনা ঘটবে না।’
প্রসঙ্গত, এর আগে একই দলের দুই সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক চুন্নু সংসদে ধর্ষণকারীদের ‘ক্রসফায়ারে’ দেওয়ার দাবি তুলেছিলেন। যা নিয়ে ব্যাপক সমালোচনায় পড়েছিলেন তারা।
তাদের ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে হয়েছিল, এই ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
আর এবার সেই দলটিরই আরেক সদস্য অভিনব এক প্রস্তাব দিলেন।
Leave a Reply