ধর্ষণ চেষ্টাকারীর পুরুষাঙ্গ কেটে থানায় হাজির গৃহবধূ
Published on Tuesday, December 4, 2018 at 12:30 pm
সিরাজগঞ্জের কামারখন্দে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন দুলাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি।
উপজেলার বাগবাড়ি গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহত দুলাল ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন দুলাল। এসময় নিজের সম্ভ্রম রক্ষায় ওই গৃহবধূ বটি দিয়ে দুলালের পুরুষাঙ্গ কেটে থানায় গিয়ে রাতেই বটিসহ জমা দেন।
এলাকাবাসী দুলালকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাতেই জেলা হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকনুজ্জামান জানান, দুলালের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘রাতেই ওই গ্রামে পুলিশ পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply