দিনাজপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Published on Sunday, September 1, 2019 at 10:03 pm
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা হবে। আওয়ামী সরকারের সকল প্রকার অন্যায়, জুলুম,
নির্যাতন উপেক্ষা করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর লোকভবন মিলনায়তনে জেলা বিএনপি’র
আয়োজনে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব
কথা বলেন। বক্তারা আরো বলেন, তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের দিক-নির্দেশনা
মোতাবেক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলা ও
নির্বাচনের মাধ্যমেই জাতির মুক্তি নিশ্চিত করতে হবে। জুলুম নির্যাতন করে দেশে
কোন সরকারই আজীবন টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও পারবে না। ঐক্যবদ্ধ
আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগনের হাতে ক্ষমতা ফিরিয়ে দেশে
শান্তি প্রতিষ্ঠার আহবান জানান বক্তারা।
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব
রেজিনা ইসলাম’র সভাপতিত্বে ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলের
সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয়
কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম
আহবায়ক আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক
চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান বাবু,
আলহাজ্ব মাহবুব আহম্মেদ, মোকাররম হোসেন, আখতারুজ্জামান জুয়েল, বখতিয়ার
আহম্মেদ কচি, মো. জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল মিলন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক
কামরুজ্জামান, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক,
সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব
সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা,
সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা মহিলাদলের সভাপতি নাজমা মসির,
সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা শ্রমিক দলের সাধারণ
সম্পাদক মো. হামিদুর রহমান, জেলা জাজাস’র সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা
বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, সাবেক ছাত্রনেতা
মাহবুবুল হক হেলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে জেলা যুবদলের সহসভাপতি রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক
সোহেল নিশাত, সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম টুটুল, জেলা ¯ে^চ্ছাসেবক
দলের সভাপতি মজিবর রহমান মজিব, সাধারণ সম্পাদক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা
ছাত্রদলের সভাপতি মো. রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু, তাঁতীদল
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা বিএনপির
সভাপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বিরল উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি জিনাত আরা, বিরল উপজেলা পরিষদের
সাবেক ভাইস চেয়ারম্যান বজলুর রশিদ কালু,কোতয়ালী যুবদলের আহবায়ক মো. শামিম,
যুবনেতা শহিদুল ইসলাম সাজু, ছাত্রদল নেতা শাহজাজালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,
মহিলাদল, শ্রমিকদল, কুষকদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী
অংশগ্রহণ করেন।
Leave a Reply