দিনাজপুরে বাথর“মে আটকে পড়া বাচ্চাকে জীবিত উদ্ধার
Published on Monday, September 7, 2020 at 7:04 pm
মো: জাহিদ হোসেন : গতকাল ৭ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় ইঞ্জিনিয়ার আসিনুর রহমানের ৩য় তলা ফ্ল্যাট বাসায় তার আড়াই বছরের কন্যা হাসিবা বিনতে হাবিবা বেডর“মে মেঝেতে খেলতে খেলতে এক পর্যায়ে বাথর“মে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এ সময় তার মা কিচেনে রান্না করছিল। সেখান থেকে সে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। তৎপর ঘরে এসে দেখে তার কন্যা নেই। খুঁজতে খুঁজতে বাথর“মে কান্নার শব্দ শুনতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্র“ত এসে আড়াই বছরের কন্যা হাবিবাকে বাথর“মের ভিতর থেকে উদ্ধার করে। তার মায়ে কোলে ফিরিয়ে দেয়। বাচ্চাটি প্রায় বাথর“মে ৪০ মিনিট ধরে আটকে ছিল। ফায়ার সার্ভিসের সফল অভিযানে বাচ্চাটির পরিবারসহ এলাকাবাসী আনন্দিত এবং উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply