দিনাজপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালন
Published on Sunday, November 1, 2020 at 6:22 pm
মোঃ জাহিদ হোসেন : “মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থাপন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন উপলক্ষে এবং জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপ্রত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, দক্ষিণ কোরিয়া মৈত্রী কমিটির সদস্য এবং জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই
এমপি। অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক
খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ
সুপার সুজন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্র জেলা শাখার ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফা সরকার, মাদকাসক্তা নিরাময় কেন্দ্র ভাবনা’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান র“পম, বি-নেটওয়ার্ক এর সভাপতি মোঃ মেরাজ হোসেন লিয়ন, বোচাঁগঞ্জ উপজেলার সফল উদ্যোক্তা মোঃ আফসার আলী, প্রশিক্ষনার্থী সুমনা খাতুন প্রমূখ। অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পশু পালণ বিষয়ক প্রশিক্ষক মোছাঃ ফারহানা সুলতানা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাসফু “ল হাসান আব্বাসী, সদর উপজেলা যুব কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জান্নাতুস সাফা শাহীনুরসহ বিভিন্ন সংগঠনে কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply