দিনাজপুরে নাশকতার প্রস্তুতিকালে হাত বোমা ও রামদাসহ গ্রেফাতার -৩
Published on Monday, October 21, 2019 at 2:05 pm
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা চালানোর প্রস্তুতি গ্রহণের সময় হাত বোমা ও রাম দাসহ তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার বিকেল ৫ টার সময় তাদেরকে দিনাজপুর শহরের সুইহারী পিটিআই মোড় এলাকায় জনৈক নুরুজ্জামান সাবুর বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের সুইহারী পিটিআই মোড় এলাকার কুরবান আলীর ছেলে মোঃ নয়ন ইসলাম (২৫), নুরুজ্জামান সাবুর ছেলে মোঃ রাসেল আহম্মেদ (২৫) ও মোকছেদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন শুভ (২৪)।
তাদের কাছ তেকে একটি হাত বোমা , একটি রামদা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর অধিনায়ক উপ পরিচালক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি গ্রেফতারকৃতরা দিনাজপুর শহরের সুইহারী পিটিআই মোড় এলাকায় জনৈক নুরুজ্জামান সাবুর বাড়ীতে বসে নাশকতার পরিকল্পনা করছে। সে মুহূর্তে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে।
Leave a Reply