দিনাজপুরে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Published on Saturday, October 12, 2019 at 8:52 pm
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে জাতীয় শ্রমিক লীগের ৫০বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) এ উপলক্ষে শহরের সিএসডি রোডস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠত হয়।
দিনাজপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. নুর ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান, একেএম হাফিজার রহমান, কোষাধ্যক্ষ মো. মীর হোসেন, বিটিসিএল’র সভাপতি হাবিবুর রহমান চৌধুরী রেজু, যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম বকুল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) দিনাজপুর উত্তর জোনের সভাপতি মো. মোকসেদ আলী, কার্যকরী সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, দিনাজপুর দক্ষিণ জোনের সভাপতি মো. আসাদুজ্জামান চৌধুরী, কার্যকরী সভাপতি মো. মুরাদ আকবর, সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মেহনতি শ্রমিকের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার জাতীয় শ্রমিক লীগ। মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শ্রমিকলীগের নেতাকর্মীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ। শ্রমিকলীগের ইতিহাস সব রকম অপশক্তির বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন।
Leave a Reply