দিনাজপুরে জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Published on Thursday, August 15, 2019 at 1:41 pm
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: স্বাধীন-সার্বভৌম
বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-
২০১৯ উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিমিটেড’র
উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের
আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল
দিনাজপুর লিমিটেড’র পরিচালক অধ্যাপক আ স ম ইব্রাহীম। এ সময়
হাসপাতালের সহকারী সুপার (অনারারী) ডা. মো. সাহাব উদ্দীন, হাসপাতালের
প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মো. মাজহারুল হক,
হাসপাতালের ওরাল ও ডেন্টাল সার্জন ডা. তানজিলা আক্তার তিমু, মার্কেটিং
অফিসার মো. আব্দুল্লাহ হিল বারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রোগির
স্বজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আগত রোগিদের বিনামূল্যে ল্যাব টেষ্টসহ
ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে একবেলা হাসপাতালে ভর্তি
রোগিদের বিনামূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগিকে বিনামূল্যে ল্যাব টেষ্টসহ
চিকিৎসাসেবা প্রদান করা হয়।
Leave a Reply