দিনাজপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
Published on Monday, February 3, 2020 at 5:23 pm
দিনাজপুর প্রতিনিধিঃ “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২ ফেব্রুয়ারি (রবিবার) ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্যাবের নেতৃবৃন্দ, জেলা পুলিশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ-১ এ জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু সালেহ মো. মাহফুজুল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্যাবের নির্বাহী সদস্য ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, জেলা ক্যাবের সাধারন সম্পাদক মো. খয়রাত হুসেইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম, ক্যাবের নির্বাহী সদস্য মাসউদ রানা প্রমূখ।
Leave a Reply