দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কে দূর্ঘটনাকে কেন্দ্র করে ২ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ
Published on Saturday, December 28, 2019 at 4:48 pm
তাজুল ইসলাম তাজঃ দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ায় ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় পাথর বোঝাই একটি ট্রাক ব্রেক ফেল করে একটি ভ্যান চালককে চাপা দিলে সে গুরুতর আহত হয় । এসময় স্থানীয়রা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়ক সহ আরও দুটি পকেট সড়ক বন্ধ করে দেয়। ফলে এইসব সড়কে প্রায় ২ ঘন্টা ব্যাপি বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে।পরবর্তীতে বেলা ১টায় স্থানীয় চেয়ারম্যান ও পার্বতীপুর মডেল থানার ওসি ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার দাবি, ওভারলোড বন্ধ ও চৌরাস্তা মোড়ে মহাসড়কের উপর স্পীড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে উত্তেজিত জনতা তা সাদরে মেনে নিয়ে অবরোধ প্রত্যাহার করেন ।
Leave a Reply