দিনাজপুরের ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ যুবক আটক
Published on Saturday, April 13, 2019 at 4:41 pm

মাসুদ ফকির: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ ১৩ এপ্রিল( শনিবার ) সকাল সাড়ে ১১টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ৩৫ বোতল ফেন্সিডিল জব্দসহ রনি সেকেন্দার (২৫) নামের এক যুবককে আটক করেছে। আটক রনি সেকেন্দার হাকিমপুর উপজেলার বোয়ালদার পাইকপাড়া গ্রামের সেন্দেকার আলীর ছেলে। থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুল হাসান বলেন, আটক রনি সেকেন্দার একজন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী। সে ছাত্রবেশে ফেন্সিডিল পাচার কাজে নিয়োজিত রয়েছে। থানা পুলিশ নিজেদের জীবন বাজী রেখে মোটরসাইকেল ও ফেন্সিডিল জব্দসহ রনি সেকেন্দারকে আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply