দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
Published on Thursday, June 27, 2019 at 1:21 pm
মাজেদুল ইসলাম: আজ বিকেল ৪ টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের চাঁদপাড়ায় দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক জালাল উদ্দিন (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।
এই দূর্ঘটনায় অপর মটরসাইকেলের চালক মেহেদী (১৮), পিতা- মোশারফ হোসেন গুরুতর আহত হলে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় শিক্ষক জালাল উদ্দিনের সঙ্গে থাকা তার স্ত্রী মারাত্বক ভাবে জখম প্রাপ্ত হন। প্রথমে শিক্ষক জালালের স্ত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কতর্ব্যরত চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । খবর নিয়ে জানা গেছে, শিক্ষক জালাল উদ্দিন দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। অত্র বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে স্ত্রীকে নিয়ে তিনি শহরের সুজাপুরের বাসায় ফেরার মুহূর্তে এই দূর্ঘটনায় পতিত হন। তার গ্রামের বাড়ি উপজেলার কাজীহাল ইউপি’র আদমপুর চকিয়াপাড়ায়। অপর দিকে নিহত মেহেদীর বাড়ী ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ কৃষ্ণপুরে।
Leave a Reply