দিনাজপুরের ফুলবাড়িতে ‘সাপ্তাহিক গণমানুষের আওয়াজ’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Published on Wednesday, January 11, 2017 at 12:44 am
উত্তরান্চলের বিভিন্ন জেলায় হঠাৎ করে শৈত্য প্রবাহসহ শীত বেড়ে যাওয়ায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের দূর্ভোগ বেড়ে যায়। তাই অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার ন্যায় 'সাপ্তাহিক গনমানুষের আওয়াজ' শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
১০ই জানুয়ারি '১৭ সকাল ১০টায় সাপ্তাহিক গনমানুষের আওয়াজ, রংপুর ব্যুরোর উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ফুলবাড়ি উপজেলার বাসুদেবপুর (হাজীর মোড়)-এ নিরাপদ সড়ক চাই-এর উপজেলা কার্যালয়ের সামনে উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রায় ষাট জন গরীব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে কম্বল, চাদর ও অন্যান্য বিভিন্ন ধরনের শীত বস্ত্র ছিল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য ও দিনাজপুর জেলা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা মাইনিংসিটি টুয়েন্টি ফোর ডট কম-এর নির্বাহী সম্পাদক আলহাজ মোঃ মোত্তালেব, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ি শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন, সাপ্তাহিক গনমানুষের আওয়াজের রংপুর ব্যুরো প্রধান ইমাম রেজা উক্ত শীত বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বৈজ্ঞানিক পদ্ধতি মডেল স্কুল, ফুলবাড়ি শাখার প্রধান শিক্ষক মোঃ মোতাহারুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যানের পুত্র সাংবাদিক কবির সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য ফকরে আলম মোঃ কোয়াসিম সিদ্দিকী (জনি) সহ স্থানীয় অনেকে।
Leave a Reply