দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত।।
Published on Monday, February 4, 2019 at 2:06 pm

ডি কে মহন্ত: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২রা ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা খাদ্য অধিদফতর নিয়ন্ত্রক অফিসের সহায়তায় একটি র্যালী বের হয়।
“সুস্থ -সবল জাতি চাই,
পুষ্ঠিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমজাদ হোসেন, চরকাই ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশি কান্ত মালাকার প্রমুখ।
Leave a Reply