দিনাজপুরের নবাবগঞ্জে উভয় পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮
Published on Saturday, August 10, 2019 at 12:03 pm
মামুন তালুকদারঃ ১০ আগষ্ট শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আবতাফগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ২ জন কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা লিটন নামে এক যুবক কে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, চুরিকাঘাতের কারণেই তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত রায়ের সাথে। তিনি জানান,আদালতের রায়ে আজ দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখে উভয় পক্ষের সংঘর্ষ চলছে। এমতাবস্থায় তাদের কে ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।এঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়।গুরুতর আহত ২ জনকে দিমেক হাসপাতালে নিলে সেখানে লিটন নামে এক যুবক মারা যায়।এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply